প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিলেন রায়পুরার বীর মুক্তিযোদ্ধাগণ
ইনভেস্টিগেশন রিপোর্ট : দেশের চলমান করোনা সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দিয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। করোনা প্রতিরোধে সরকারের সহযোগীতামূলক কার্যক্রমে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশে করোনাযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সহমর্মিতা জানাতে তাদের এ ক্ষুদ্র প্রয়াস বলে জানিয়েছেন জাতির এ বীর সন্তানেরা।
বুধবার (৮জুলাই) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল প্রেরণের জন্য সাড়ে ৩লক্ষ টাকার চেক নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর হাতে তুলে দেন রায়পুরা উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ।
প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের প্রেরণের লক্ষ্যে চেক গ্রহনকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদী জেলা সভাপতি সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, রায়পুরা উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের এ মহতি উদ্যোগ অন্যান্যদের উৎসাহ যোগাবে। করোনা প্রতিরোধে চিরতরুণ বীর মুক্তিযোদ্ধাগণের অংশগ্রহণ তাঁদের বীরত্বের প্রতীক হয়ে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো: শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আহসান উল্লাহ প্রমুখ।