মাধবদী বাজারে একের পর এক দুর্ধর্ষ চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা
ইনভেস্টিগেশন রিপোর্ট :মাধবদী বাজারের বিভিন্ন ব্যবাসা প্রতিষ্ঠানে একাধিক দুর্ধর্ষ সংঘটিত হয়েছে। ব্যবসা সমৃদ্ধ নরসিংদীর মাধবদী পৌর এলাকায় একের এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় ভুগছে বাজার ব্যবসায়ীরা। সম্প্রতি বাজারের ৭/৮টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
জানা গেছে,গত ৭জুন মাধবদী বাজারের বেসিক ব্যাংক সংলগ্ন সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অদুদ মাহমুদ এর মালিকানাধীন সুতার গদিতে চুরি হয়। রাতে চোর চক্র দোকানের সার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দোকানে রক্ষিত স্টিলের আলমারী ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা, মুল্যবান কাগজপত্র ও বেশ কয়েক টি ব্যাংকের চেক চুরি করে নিয়ে যায়।
৬জুন রাতে মাধবদী বাজার বনিক সমিতির অফিস গলিতে ব্যবসায়ী মোঃ হাফেজ মিয়ার সুতার গদির সার্টারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে।দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।এর ৪ দিন আগে মাধবদী সোনারবাংলা মার্কেটে অবস্থিত মোঃ ফিরু হাজীর মার্কেটের ৪ টি দোকানের টিন কেটে ভিতরে প্রবেশ করে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর আগে মাধবদী কলেজ গেইট সংলগ্ন হাজী আজি মুন্সি মার্কেট এর পাইকারী সিগারেট ব্যবসায়ী ওসমান মিয়ার গোডাউন থেকে প্রায় ১০ লাখ টাকার সিগারেট নিয়ে যায়।
ব্যবসায়ীদের প্রশ্ন বাজারে পাহারাদার থাকা সত্বেও কীভাবে চুরি হয়। নাকি কোন প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চোরচক্র নিরাপদে মালামাল নিয়ে যাচ্ছে এমন প্রশ্ন দেখা দিয়েছে ব্যবসায়ী মহলে। বাজার এলাকায় মাধবদী থানার অবস্থান তাছাড়া বাজারের প্রতিটি গলিতে রয়েছে পাহারার ব্যবস্থা,এরপরও সংঘটিত হচ্ছে দুর্ধর্ষ চুরির ঘটনা। চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।