রায়পুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাণী রিপোর্ট : নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে জিদান মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জিদান রায়পুরা পৌরসভার থানাহাটি এলাকার চাউল ব্যবসায়ী জিয়াউর রহমানের ছেলে।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন পান্থশালা ব্রিজের নিচে গোসল করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।
পারিবারিক সূত্র জানায়, সকাল ১১টায় বাড়ির পার্শ্ববর্তী পান্থশালা ব্রিজের নিচে গোসল করতে যায় জিদান। গোসল করতে গিয়ে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন জিদানকে খোজাখুজি শুরু করে। অনেক খুঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে মৃত অবস্থায় শিশুটির লাশ পানি থেকে উদ্ধার করা হয়। তার মৃত্যুতে পরিবার সহ এলাকাবাসীর মাঝে শোকে ছায়া নেমে আসে।
ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা। রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতের সুরতাল সম্পন্ন করেন।