কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ যুবক নিহত, ইয়াবাহাসহ,অস্ত্র ও গুলি উদ্ধার
ইনভেস্টিগেশন রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে পুলিশ ও ইয়াবা চোরাকারবারিদের মধ্যে “বন্ধুকযুদ্ধে” দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ফারুক হোসেন (৩৭) ও আজিদুল হক (২৬)। তারা চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বাসিন্দা।
শুক্রবার টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন খবরেরে ভিত্তিতে পুলিশ ইয়াবার চালান উদ্ধারে বৃহস্পতিবার রাত ২টার দিকে টেকনাফ উপজেলার নাজিরপাড়ার চকবাজার এলাকায় অভিযান চালায়। পুলিশ সেখানে পৌঁছালে ইয়াবা চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এসময় পুলিশ পাল্টা জবাব দিতে গুলি ছুঁড়ে। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির পর চোরাকারবারিরা পালিয়ে গেলে, পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এসময় ২০ হাজার ইয়াবা, দুটি দেশি বন্দুক ও ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়।
তিনি জানান, আহত দুজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। কক্সবাজার সদর হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়ার পর শুক্রবার সকাল ৭টার দিকে সেখানকার দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় তিনটি মামলা হয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় নিহত দুই ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পিএনএস/এএ