পলাশের প্রাণ আরএফএল কোম্পানীকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
ইনভেস্টিগেশন রিপোর্ট : নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় প্রাণ আরএফএল কারখানায় অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও বাজারজাত করার দায়ে প্রাণ কোম্পানীকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘন্টাব্যাপী কোম্পানির কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক।
অভিযানে র্যাব-১১ এর একটি টিম ও নরসিংদীর ওষুধ প্রশাসনের কর্মকর্তারাগণ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। অভিযানকালে অনিয়মের বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ মল্লিক জানান, পলাশের ডাংগায় প্রান আরএফএল কারখানায় অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিভিন্ন জায়গায় সেগুলো বিপনন করে আসছিল। আমাদের কাছে এমন অভিযোগ আসার পর আজ এখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে আলামত ধ্বংস করে ঔষধ আইন অনুযায়ী ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তাছাড়া সার্জিক্যাল মাস্ক এর উৎপাদনের অনুমোদন হবিগঞ্জ প্রাণ কারখানায় থাকলেও তারা অনোমোদন না নিয়ে এখানে এর উৎপাদনও করে আসছিলো। এ ব্যাপারে প্রাণের জেনারেল ম্যানেজার(প্রশাসন) মোস্তাক আহম্মেদ জানান,আমি এখন কারখানার বাহিরে আছি,কারখানায় গিয়ে বিস্তারিত জেনে জানাবো।