মহামারীতে রামমন্দির নয় দরকার করোনার ভ্যাকসিন, মোদিকে দেব!
প্রকাশিত : ০৯:৪৭, আগস্ট ০৮,২০২০
ইনভেস্টিগেশন ডেস্ক : গত ৫ আগস্ট রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরটি নির্মাণে খরচ হবে প্রায় ৩০০ কোটি রুপি। করোনা মহামারীতে এমন আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী দেব।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, অভিনেতার প্রশ্ন, এই মহামারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।
মোদি সম্পর্কে অভিনেতা বলেন, আমার মোদিজিকে ভালো লাগে। দেশে ওনার যা অনুরাগী, আমি তার প্রশংসা করি। এটা কোনো দল বা বিরোধী দল বলে নয়, এই সময়ে দাঁড়িয়ে মন্দির নয় ভ্যাকসিন দরকার। একটা বাচ্চা ছেলেকে প্রশ্ন করলে সেও তাই বলবে।
তবে এমন কথা বলে আলোচনা ও সমালোচনার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের এই জনপ্রিয় অভিনেতা।
এদিকে করোনার থাবা বসিয়েছে মোদি মন্ত্রীসভাতেও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও আক্রান্ত হয়েছেন আরও একাধিক নেতামন্ত্রী। হোম আইসোলশনে একাধিক সাংসদ থেকে মন্ত্রী।
পিএনএস/এএ