ঝিনাইদহে টিউবয়েলের গর্তে পড়ে ১৩ মাসের শিশুর মৃত্যু
প্রকাশের সময় :
August 10,2020,5:00 pm
ইনভেস্টিগেশন রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপায় গর্তে পড়ে আহাদ হোসেন নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের কৃষক রুবেল মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি খেলতে খেলতে ঘরে পাশে টিউবয়েলের গর্তে পড়ে যায়। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে টিউবয়েলের পানির গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর শৈলকুপা হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
পিএনএস/আনোয়ার