কাশ্মীর ইস্যুতে মাহাথিরের টুইট
প্রকাশের সময় :
August 12,2020, 12:12 am
ইনভেস্টিগেশন ডেস্ক : ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বর্ষপূর্তিতে কাশ্মীর ইস্যুতে টুইট করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গত ৮ আগস্ট করা এ টুইটে তিনি বলেন, এখন যেহেতু আমি আর প্রধানমন্ত্রী নই, তাই ধরে নিয়েছি যে আমি এখন বয়কটের হুমকি ছাড়াই কাশ্মীরের সমস্যাটি নিয়ে খোলামেলা কথা বলতে ও বিষয়টি তুলে ধরতে পারব।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী নই। যদিও আমি এজন্য দুঃখিত যে, এটি ভারতে আমাদের পাম তেল রফতানিকে প্রভাবিত করেছে। আমি জানি না যে, এভাবে অবিচারের বিরুদ্ধে কথা বলার জন্য এতো উচ্চমূল্য দিতে হয়।
চীনের নির্যাতিত উইঘুর মুসলিমদের পক্ষে নীরব থাকায় এ টুইটের পর টুইটারে অনেকের সমালোচনার মুখে পড়েন মাহাথির। জয় নামের এক টুইটার ব্যবহারকারী লেখেন, উইঘুর মুসলিমদের নিয়ে কথা বলার মতো সাহস আপনার নেই, বেলুচিস্তানে যা ঘটছে তা বলার মতোও সাহসর নেই। পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে কথা বলার মতোও সাহস নেই আপনার। হ্যাঁ আপনিও এসবের অংশ।
ভারতের স্বাধীনতার পর দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীরকে নিজেদের সংবিধান ও একটি আলাদা পতাকার স্বাধীনতা দেওয়া হয়েছিল। এ ছাড়া পররাষ্ট্র সম্পর্কিত বিষয়াদি, প্রতিরক্ষা এবং যোগাযোগ বাদে অন্যসব ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তাও প্রদান করা হয়েছিল।
কিন্তু গত বছরের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। এর ফলে কাশ্মীর স্বায়ত্তশাসিত বিশেষ রাজ্যের মর্যাদা হারায়। এর স্থলে জন্ম হয় জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের। একই সঙ্গে রাজ্যটি হারায় নিজস্ব পতাকা ও স্বশাসনের রক্ষাকবচ।
পিএনএস/এসআইআর