প্রকাশের সময় :
August 12,2020, সন্ধ্যা 08:06 pm
আপডেট : সন্ধ্যা
August 12,2020, সন্ধ্যা 08:06 pm
ইনভেস্টিগেশন রিপোর্ট : টাঙ্গাইলের সখীপুরে মুখে মাস্ক না পরায় আট দিনে ১৪৭ পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় উপজেলার বিভিন্ন এলাকায় গত ৫ আগস্ট থেকে বুধবার পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪৭ জন পথচারীকে ৩০,৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরেও পৌর এলাকার মোখতার ফোয়ারা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এদিন আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবসসুম প্রভা।
তিনি বলেন, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা অনুযায়ী ১৪৭ জন পথচারীকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
পিএনএস/এসআইআর