জাতীয়
২০ আগস্ট সাবরিনা-আরিফুলসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি
প্রকাশের সময় :
August 13,2020, বিকাল 05:39 pm
আপডেট :
August 13,2020, বিকাল 05:39 pm
ইনভেস্টিগেশন রিপোর্ট : বাংলাদেশে করোনা ভাইরাস পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২০ আগস্ট ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারী অভিযোগ গঠন শুনানির নতুন এই দিন ধার্য করেন।
গত ৬ আগস্ট একই আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছিলেন। বৃহস্পতিবার নির্ধারিত দিনে প্রয়োজনীয় নথি না পাওয়ায় সময় আবেদন করে আসামিপক্ষ। শুনানি শেষে বিচারক ২০ আগস্ট শুনানির নতুন দিন ধার্য করেন।
পিএনএস/আনোয়ার