বেশি আক্রান্ত দেশের মধ্যে গড়ে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে
ইনভেস্টিগেশন রিপোর্ট :
16 August, 2020
প্রকাশের সময় : বিকাল,05:49 pm
আপডেট : বিকাল,05:49 pm
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে ২,৭৪,৫২৫ জন রোগী নিয়ে বাংলাদেশ এখন ১৬ তম স্থানে অবস্থান করছে। কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত ১৬ টি দেশের মধ্যে প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে সবচেয়ে কম টেস্ট করা হয়েছে বাংলাদেশে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে বাংলাদেশে টেস্ট করা হয়েছে মাত্র ৮,১৩৭ টি। যেখানে রাশিয়াতে করা হয়েছে ২,২০,৬৩৫ টি, যুক্তরাজ্যে ২,১০,৮১৫ টি এবং সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে ২,০৯,৫০৪ টি! স্পেনে দেড় লক্ষের বেশি এবং চিলি, সৌদি আরব ও ইতালিতে এক লক্ষের বেশি।
শুধু তাই নয়। প্রতিবেশি রাষ্ট্র ভারতে করা হয়েছে ২০,৬৭৩ টি টেস্ট যা বাংলাদেশের চেয়ে আড়াই গুণেরও বেশি। দেখা যাচ্ছে, মোট জনসংখ্যার বিপরীতে টেস্ট করানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা রাশিয়ার মতো হারে টেস্ট করালে বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা থাকতো অনেক বেশি।
“সুত্র পিএনএস/জে এ”
“ইনভেস্টিগেশন নিউজ বিডি”