ফরিদপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
ইনভেস্টিগেশন রিপোর্ট :
সোমবার :২৪ আগস্ট :২০২০
৯ ভাদ্র :১৪২৭
৪ মহররম :১৪৪২ হিজরি
০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ
ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদকের ( মাইনুল হোসেন খান নিখিলের) স্বাক্ষতির প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অদ্য ২৩-০৮-২০২০ তারিখে বিলুপ্ত ঘোষণা করা হলো।
এ বিষয়ে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট স্বপন পাল জানান, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা আগস্ট মাসের সকল কর্মসূচি পালন করেছি। রাতে জানতে পারলাম কেন্দ্র থেকে জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
প্রসঙ্গত, বিলুপ্ত হওয়া কমিটির দায়িত্বে ছিলেন আহ্বায়ক এএইচএম ফোয়াদ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট স্বপন পাল, সালেকিন টগর। এই কমিটিতে সদস্য করা হয় ২১ জনকে। ২০১৭ সালের শেষ দিকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়।
“ইনভেস্টিগেশন নিউজ বিডি”