সিনহা হত্যা: প্রদীপ-লিয়াকত-নন্দদুলালসহ ৭ আসামির ৪ দিনের রিমান্ড
ইনভেস্টিগেশন রিপোর্ট :
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
১০ ভাদ্র ১৪২৭,০৫ মুহাররম
১৪৪২ হিজরী,০৩:১২ এএম
অনলাইন সংস্করণ
টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিসহ মোট সাত আসামিকে আরও চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার কক্সবাজার সদর চার নম্বর আদালতের বিচারক তামান্না ফারাহ এ আদেশ দেন।
মামলার সাত আসামিকে আদালতে উপস্থিত করে প্রত্যেকের আরও সাতদিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, সাবেক পরিদর্শক লিয়াকত আলী, উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিত, এএসআই লিটন মিয়া এবং কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন।
শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী মো. জকরিয়া রিমান্ড মঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, মামলার প্রধান তিন আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতের সাত দিনের করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ সেই রিমান্ড শেষ হয়।
পরে র্যাব-১৫’র কক্সবাজার কার্যালয় থেকে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দদুলাল রক্ষিতকে আদালতে নেওয়া হয়েছে। বাকি চার আসামিকে কারাগার থেকে আদালতে নেওয়া হলে, সেখানে আসামিদের দেখতে ভিড় করেন শত শত উৎসুক জনতা। তাদের নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
“ইনভেস্টিগেশন নিউজ বিডি”