পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী!
ইনভেস্টিগেশন নিউজ বিডি :
শুক্রবার : ২৮ আগস্ট ২০২০
প্রকাশের সময় : ০২:১৯ পিএম
১৩ ভাদ্র ১৪২৭
০৮ মুহাররম
১৪৪২ হিজরী
অনলাইন সংস্করণ
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ‘এনএইচকে’ এমন খবর দিয়েছে।
দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, শুক্রবারই শিনজো অ্যাবের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সংবাদ সম্মেলনেই তিনি পদত্যাগের ঘোষণা দেবেন।
জাপানের প্রধানমন্ত্রীর অসুস্থতার খবর শোনা যাচ্ছিল গেল কয়েক সপ্তাহ ধরেই। সম্প্রতি দু’বার তিনি হাসপাতালে যান। এরপর তার শারীরিক অবস্থা নিয়ে সংশয় তৈরি হয়। এর মধ্যে সবশেষ গত বুধবারও অ্যাবে হাসপাতালে গিয়েছিলেন বলে জানা যায়।
তবে তিনি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাই করতেই হাসপাতালে গিয়েছিলেন বলে জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয। এর আগে গেল ১৭ আগস্ট টোকিওর একটি হাসপাতালে গিয়ে সেখানে প্রায় সাড়ে ৭ ঘণ্টা ছিলেন তিনি। ২০২১ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে শিনজো অ্যাবের মেয়াদ শেষ হবে। দ্বিতীয় মেয়াদে ২০১২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন ৬৫ বছর বয়সী অ্যাবে।
সুত্র-পিএনএস/এএ
“ইনভেস্টিগেশন নিউজ বিডি”