মসজিদে বিস্ফোরণ : মৃত বেড়ে ২৭ চিকিৎসাধীন মুসল্লিদের অবস্থাও আশঙ্কাজনক
ইনভেস্টিগেশন নিউজ বিডি :
সোমবার : ০৭ সেপ্টেম্বর ২০২০
প্রকাশের সময় : ০৪:১৭ পিএম
২৩ ভাদ্র ১৪২৭ : ১৮ মুহাররম
১৪৪২ হিজরী : অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইমরান (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তাকে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় চিকিৎসাধীন ১০ মুসল্লির অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
“ইনভেস্টিগেশন নিউজ বিডি”