ডিবি’র অভিযানে ইয়াবা ও বিয়ারসহ ৬মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইনভেস্টিগেশন রিপোর্ট : নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ইয়াবা ও বিয়ারসহ ৬ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশ (ডিবি) দুটি পৃথক অভিযানে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ও হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৬মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিকাল সাড়ে পাঁচটায় মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পাঁচদোনা মোড় হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বর্বজিৎ সাহা @ স্বর্প (৩০), পিতা- সুকুমার সাহা, মানিক সাহা (২৫), পিতা- হরে কৃষ্ণ সাহা, উভয়সাং- হাজীপুর, হানিফ মিয়া (২৪), পিতা- মোরশেদ মিয়া, সাং- নাগরিয়াকান্দি, সর্বথানা ও জেলা- নরসিংদীদের গ্রেফতার করা হয়। তাদের দখল হতে ৫৪ ক্যান বিয়ার উদ্ধর করা হয়।
একই তারিখ রাত সাড়ে ৭টায় নরসিংদী মডেল থানাধীন হাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ অলি মিয়া (২৫), পিতা- মোঃ আসাদ মিয়া, সাং- বাঘাইকান্দি, মোঃ সাগর মিয়া (২৫), পিতা- কাজল মিয়া, সাং-চরমধুয়া, উভয়থানা-রায়পুরা, হিমেল দাস @ হিমেল ইসলাম (২৪), পিতা- নির্মল দাস, সাং- হাজীপুর, জেলা নরসিংদীদের ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য অনুমান ৮২,২০০/= (বিরাশি হাজার দুইশত) টাকা।গ্রেফতারকৃত আসামী স্বর্বজিৎ সাহা @ স্বর্পের বিরুদ্ধে ইতোপূর্বে ৩ মাদক মামলাসহ ০৫ টা মামলা, হিমেল দাস @ হিমেল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে ০৩ টা চুরির মামলা আছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।