নরসিংদী সার্কিট হাউজের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার
ইনভেস্টিগেশন রিপোর্ট : নরসিংদী সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্কিট হাউজের ৩য় তলার সম্প্রসারণকৃত ভবনের উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।
নরসিংদী জেলা প্রশাসন সূত্র জানায়, ২কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে সার্কিট হাউজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণকৃত সুসজ্জিত ৩য় তলা ভবন এর নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
তিন দিনের সরকারী সফরে শুক্রবার নরসিংদীতে এসেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। বিভাগীয় কমিশনার এর সফরসঙ্গী হিসেবে রয়েছেন গেস্ট অব অনার,তাঁর সহধর্মিনী ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শারমিন আফরোজ এবং বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আরাফাত মোহাম্মদ নোমান। অতিথিবৃন্দ নরসিংদীতে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার)পিপিএম।
ভবন উদ্বোধনকালে অতিথিবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।